১৮ এপ্রিল, ২০২৫

উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলা, অভিযোগের তীর জামায়াতের দিকে

উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলা, অভিযোগের তীর জামায়াতের দিকে

শুক্রবার বেলা আড়াইটার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনের উপর সন্ত্রাশী হামলা হয়েছে। কয়েকজন যুবক তাকে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এতে গুরতর আহত হয় আজাদ। তাকে প্রথমে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজাদের ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তার বড় ভাই আজাদ জুম্মার নামাজ পড়ে থানার পাশ দিয়ে বাড়ি ফেরার সময় জামায়াত কর্মীরা তার উপর হামলা করে এবং তাকে বেধড়ক মারপিট করে। একই অভিযোগ করেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

এদিকে এই ঘটনার পর উপজেলা বিএনপি’র (আজাদ গ্রুপ) পক্ষ থেকে শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এরা আজাদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল ১০ টায় এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করার ঘোষনা দেন।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি আজাদের উপর হামলার সঙ্গে জামায়াতের কোন কর্মী সম্পৃক্ত নয় বলে দাবি করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের উপর হামলার সঙ্গে জামায়াত কর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে তারা মৌখিক অভিযোগ পেয়েছেন। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে যারা ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় নেই। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় মামলা দেয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে তৎপর রয়েছে।