নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হতো বাংলাদেশের বিশ্বকাপের টিকিট।
ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হেরেছেন নিগার সুলতানা জ্যেতিরা। ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর শুরুটা খুব ভালো ছিল।
১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। এরপর নিয়মিত উইকেট পতনে বাংলাদেশ গিয়ে থামে ২২৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ভালা শুরু করে উইন্ডিজও। ৭ উইকেট হারিয়ে জয়ের দেখায় পায় তারা। বাংলাদেশ হারে ৩ উইকেটে।