১৪ এপ্রিল, ২০২৫

গণঅধিকার পরিষদের রাণীশংকৈলে উপজেলার সভাপতি সোহরবার, সম্পাদক জাফর আলী

গণঅধিকার পরিষদের রাণীশংকৈলে উপজেলার সভাপতি সোহরবার, সম্পাদক জাফর আলী

গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলা শাখার অনুমোদিত কমিটি ঘোষনা করা হয়েছে।

রোববার সন্ধায় ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সোবহান স্বাক্ষরিত ১৪১ বিশিষ্ট কমিটি ১ বছরের জন্য অনুমোদন করে তা ঘোষনা করা হয়েছে।

কমিটিতে সোহরাব আলীকে সভাপতি জাফর আলীকে সাধারণ সম্পাদক ও আবু সাইদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও ৬৬ জন সহসভাপতি ১৪জনকে যুগ্ন সম্পাদক ৫জনকে সহ-সাংগঠনিক সম্পাদকসহ অন্যন্যা পদের নাম ঘোষনা করা হয়েছে।

ঘোষিত কমিটির সভাপতি সোহরাব আলী বলেন, ১ বছরের জন্য কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো। দলকে অরো শক্তিশালী করবো।