১৪ এপ্রিল, ২০২৫

সারাদেশে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে বাঙালির বৈশাখ

 সারাদেশে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে বাঙালির বৈশাখ

আজ বাঙালীর অস্তিত্বের দিন। নানা আয়োজনে সারা দেশে বাঙালী জাতির ঐতিহ্য  প্রকাশে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন জাতি গোষ্ঠী ও সংগঠন। এই বর্ষবরন অনুষ্ঠানটি জাতীয়ভাবে বিভিন্ন পর্যায়ে পালিত হচ্ছে।

নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে এক যোগে বর্ষবরনের উৎসব চলছে। সাথে রয়েছে পান্তা-ভাতের বিশেষ খাবার। আজ বাঙালীর ১৪৩২

বঙ্গাব্দের পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়  একটি শোভাযাত্রা বের হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর নেতৃত্ব দেন। 

সোমবার সকাল ৯ টায় চারুকলা অনুষদ থেকে ওই শোভাযাত্রা  বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়।  এ শোভাযাত্রায় ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠি, শিক্ষা, শিক্ষক, ফুটবলার, ক্রিকেটার সহ

নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফ্যাসিবাদের প্রতিকি হিসেবে স্বৈরাচারের মোটিফকে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে রঙিন ক্যাপ, মুখোশ, প্লাকার্ড, সাজসজ্জার পোশাক, ফিলিস্তানের সাথে সংহতি জানিযে তারা সেদেশের

পতাকা, তরমুজের ফালি ব্যবহার করা হয়। এছাড়া মোট ২১ টি শিল্প কর্ম বিভিন্ন মোটিফে প্রদর্শিত হয়। মাছ, পায়রা, বাঘ সহ পানির বোতলের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। 

এছাড়া সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংষ্কৃতিক সংগঠনের কর্মীরা এতে যোগ দেন। শোভাযাত্রায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যের

ধারক মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকী, রঙিন কলস, লাঙ্গল, একতারাসহ অনেক উপকরণ প্রদর্শন করা হয়।

এতে গ্রামের বধূ, নব দম্পতি, সাধু, চাষীসহ নানা সজ্জায় সজ্জিত হয়ে ছেলে মেয়েরা উৎসবে মাতে।  শিল্পকলা একাডেমি, রিমঝিম কচি কাঁচার মেলার শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।

সারাদেশে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিরাপত্তা কাজে নিয়োজিত থেকে বর্ষবরন উৎসব সফল করতে সহযোগিতা করছেন।