৩ জুন, ২০২৩

সংকেতের গড়বড়ে ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা

সংকেতের গড়বড়ে ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা

মূলত সংকেতের গড়মিলেই ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। অন্তত ২৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভারতের ওড়িশার ঘটা ওই দুর্ঘটনায়।  ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছেন ৯ শতাধিকের বেশি মানুষ।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছ। এসব খবর নিশ্চিত করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম।

ভারতের স্থানীয় সময় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন ছারে। সন্ধ্যা নাগাদ বালেশ্বরের কাছে লাইনচ্যুত একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যুর কথা বলছে ভারতের রেল কর্তৃপক্ষ। আজ শনিবার উদ্ধার অভিযান শেষ করেছে কর্তৃপক্ষ। এতে আহত হয়েছে ৯ শতাধিক মানুষ।

নিহতের সংখ্যা আরো বাড়ার শঙ্কা রয়েছে।