১৪ এপ্রিল, ২০২৫

উল্লাপাড়ায় নববর্ষ বরণ

উল্লাপাড়ায় নববর্ষ বরণ

আনন্দ উৎসবের মধ্য দিয়ে সোমবার উল্লাপাড়ায় বাংলা নববর্ষ বরণ করা হয়। দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রশাসনের পান্তা ভাত খাওয়ার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৮টায় পৌরশহরে বের করা হয় বর্ণীল আনন্দ শোভাযাত্রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত শোভাযাত্রার নেতৃত্ব দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংষ্কৃতিক সংগঠনের কর্মীরা এতে যোগ দেন।

শোভাযাত্রায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যের ধারক মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকী, রঙিন কলস, লাঙ্গল, একতারাসহ অনেক উপকরণ প্রদর্শন করা হয়। এতে গ্রামের বধূ, নব দম্পতি, সাধু, চাষীসহ নানা সজ্জায় সজ্জিত হয়ে ছেলে মেয়েরা উৎসবে মাতে।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমি, রিমঝিম কচি কাঁচার মেলার শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।