১৪ এপ্রিল, ২০২৫

তবুও টিকে থাকবে তোর বন্ধুত্ব...

তবুও টিকে থাকবে তোর বন্ধুত্ব...

পৃথিবী যদি ঝলসে যায় তরল লাভায়
যদি প্রকৃতি হারায় তার শেষটুুকুও

চাঁদ -সূর্য্য যদি একসাথে গ্রহণ লাগে
ঘনকালো মেঘ যদি নীল আকাশ ঘিরে ধরে

যদি সব কোলাহল দুমড়ে মুচড়ে যায় পরর্বতের তলায়
তবুও দেখবি 
আগ্নেয়োগীরির চেয়ে উত্তপ্ত, তুষারের চেয়ে হীম-
কোনো এক বলিষ্ট ছায়া তোর পেছনে

তোর বন্ধুত্বের কাছে হার মানবে চাঁদের উদগিরণ

আগুনের স্ফুলিঙ্গ

সব ছাপিয়ে টিকে থাকবে তোর বন্ধুত্ব...।