নোয়াখালীর সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও'র) রাবেয়া আসফার সায়মার সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ই এপ্রিল) বিকালবেলা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় তিনি সুবর্ণচর এর গুরুত্বপূর্ণ বিশেষ করে সুপেয় পানি সমস্যা,ব্রিকফিল্ড সমস্যা,বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন সমস্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা ও চলাচলের রাস্তা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে এইসব বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা করেন।
মতবিনিময় সভাতে আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
এতে অংশ নেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি(একাংশ) কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক আমাদের সময় পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফ সবুজ, দৈনিক প্রতিদিনের সংবাদ রেদওয়ান হোসেন,দৈনিক নোয়াখালীর কথা সুবর্ণচর প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক সরেজমিন প্রতিনিধি ও সুবর্ণ প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল আজিজ,সময়ের কাগজ এর প্রতিনিধি ইউনুস শিকদার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার নোয়াখালী প্রতিনিধি, দেলোয়ার হোসেন ,নোয়াখালী টিভির প্রতিনিধি রাশেদ হোসেন, এস এন টিভির উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান রনি, দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক মানবাধিকার প্রতিদিন মাইনুদ্দীন প্রমুখ ।