১৩ এপ্রিল, ২০২৫

বদলগাছীতে গোপনে লিজ নেওয়া জমির গাছ বিক্রি

বদলগাছীতে গোপনে লিজ নেওয়া জমির গাছ বিক্রি

লিজ নেওয়া জমি থেকে গোপনে গাছ বিক্রির সময় হাতেনাতে নওগাঁর বদলগাছীতে ৩ভ্যান আম গাছের কাঠ ও খড়ি আটক করেছে বদলগাছী ইউনিয়ন ভূমি অফিস।

আটকের পর গাছের কাঠ ও খড়ি ইউনিয়ন ভূমি অফিসে এনে রাখা হয়েছে। গাছ উদ্ধার হলেও জরিত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিস রহস্যজনক ভাবে কোন ব্যবস্থা নেয় না বলে অভিযোগ উঠেছে সচেতন মহলের।

এর আগে গত ৯ই এপ্রিল বুধবার পারসোমবারী এলাকা থেকে খাঁস জায়গা থেকে পাইকর গাছ বিক্রির সময় বদলগাছী ইউনিয়ন ভূমি অফিস উদ্ধার করে নিয়ে আসে এবং ৩ দিন পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয় নি।

গতকাল ১১ এপ্রিল শুক্রবার বিকেলে বদলগাছীর সদর ইউনিয়নের কাদিবাড়ি পুকুরপাড়ে অভিযান চালিয়ে কুতুবউদ্দিন লিজ নেওয়া জমি থেকে আমধরা গাছের কাঠ ও খরি উদ্ধার করে।

তথ্য সংগ্রহকালে কাদিবাড়ি গ্রামের স্থানীয়রা জানান, এই জমিটি ভিপি সম্পতি।  এই পুকুরপাড়ে বসবাস করা লোকজন লিজ নিয়ে এখানে বসবাস করে। অনেকে জমিও কিনেছে তবু এই জায়গা ছাড়ে না। এর আগে বসবাসরত অনেকেই এখন থেকে গাছ বিক্রি করেছে। গত বছরের দিকে এই কুতুবউদ্দিন বাড়ির পাশে থেকে প্রায় ৭ থেকে ৮ টি বিভিন্ন জাতের গাছ বিক্রি করছে। বিষয়টি বদলগাছী ইউনিয়ন ভূমি অফিসে জানিয়ে লাভ হয় নি। 

ইউনিয়ন ভূমি অফিস জানায়, গত বুধবারে পাইকর গাছের কাঠ আটক করে আনা হয়েছে এবং গতকাল শুক্রবারে ফলন্ত আম গাছের কাঠ ও খড়ি আটক করে অফিসে আনা হয়েছে। 

এব্যপারে বদলগাছী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লিজ নেওয়া ভিপি জমি থেকে গোপনে গাছ বিক্রির সংবাদ পেয়ে কাদিবাড়ি গ্রাম থেকে ৩ভ্যান আমের কাঠ ও খড়ি উদ্ধার করে অফিসে এনে রাখা হয়েছে।  বিষয়টি এসিলান্ড স্যারকে জানানো হয়েছে। 

গাছের কাঠ উদ্ধার ও জরিতব্যক্তিদের ব্যপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ব্যপারে উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন বলেন, গোপনে গাছ বিক্রির তথ্য পেয়ে খাঁস ও লিজ নেওয়া ভিপি জমি থেকে গাছের কাঠ ও খড়ি উদ্ধার করে আনা হয়েছে। গাছ বিক্রির সাথে জরিত ব্যক্তিদের আগামীকাল রবিবার অফিসে আসতে বলা হয়েছে।