কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরাতবকপুর এলাকায় ব্রীজের সংযোগ সড়কের মাটি ও ইট সরে যাওয়ায় কোন কাজে আসছে না ব্রীজটি পাঁচ গ্রামের মানুষের। যানবাহন কোনভাবেই পারাপার করতে পারছে না এবং পথচারীদের মধ্যে কেউ কেউ অতিকষ্টে ব্রীজটি পারাপার হচ্ছেন।
যানবাহন ও যাত্রীদেরকে মালামাল নিয়ে ৩-৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘুরে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে যাত্রী সাধারনকে অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হচ্ছে। ২০২২ এবং ২০২৩ অর্থ বছরে ব্রীজটি নির্মান করা হয় তখন থেকে রাস্তাটি সংস্কার না করায় ব্রীজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচ গ্রামের মানুষ।
বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও বিদ্যালগামী শিক্ষার্থীরা। তাদেরকে ঘুরে অন্য রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা যেতে অতিরিক্ত সময় লাগছে। মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া চৌধুরী জানান, ব্রীজটির সংযোগ রাস্তা সংস্কার না হওয়ায় অন্য রাস্তা দিয়ে বিদ্যালয় যেতে সময় এবং অর্থ দুটোই অপচয় হচ্ছে। ঐ এলাকার স্থায়ী বাসিন্দা রেজাউল করিম জানান, ব্রীজটি দিয়ে মালামাল নিয়ে যেতে না পারায় ৩-৪ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। এতে করে অতিরিক্ত অর্থ ও সময় লাগছে।
এ ব্যাপারে চিলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জানান, রাস্তাটি মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।