৮ এপ্রিল, ২০২৫

উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার লুট হওয়া ১২টি গ্যাসগানের শেল উদ্ধার

উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার লুট হওয়া ১২টি গ্যাসগানের শেল উদ্ধার

২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১২টি গ্যাসগানের শেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে হাটিকুমরুল এর পার্শ্বর্বর্তী সরস্বতী নদীর তলদেশ থেকে এসব শেল উদ্ধার করে হাটিকুমরুল থানর পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, গেল বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট হাটিকুমরুল থানা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় বেশকিছু অস্ত্র  ও গোলাবারুদ লুট হয়ে যায়। তাদের ধারনা লুট হওয়া কিছু সামগ্রী ওইসময় লুটেরা পার্শ্ববর্তী সরস্বতী নদীতে ফেলে দেয়। প্রচন্ড খরার কারনে নদীর পানি শুকিয়ে গেলে এর তলদেশে মঙ্গলবার ১২টি গ্যাসগানের শেল দেখতে পায় স্থানীয় লোকজন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ৪ আগষ্ট এই থানা থেকে চায়না রাইফেল, শর্টগান, গ্যাসগান ও পিস্তলসহ মোট ২৫টি অস্ত্র লুট হয়। একই সঙ্গে লুট হয় ১২টি গ্যাসগানের শেল। ইতোমধ্যে পুলিশ বিভিন্ন উপায়ে মোট ১৭টি অস্ত্র উদ্ধার করেছে।

এখনও ৩টি চায়না গান, ৩টি শর্টগান ও ২টি পিস্তলসহ ৮টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারের ব্যাপক প্রচেষ্টা অব্যহত আছে।