ব্রাহ্মণ বাড়িয়া ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে ফিলিস্থিনের নিরীহ মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ এপ্রিল) বাদ যোহর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ তৌহিদি জনতার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলটি শহীদ ইমরান চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইমাম মোখলেছুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি মাওলনা সিদ্দিকুর রহমান।
বক্তাগণ নিরীহ ফিলিস্তিনবাসীর উপর ইসরাইলী বোমা হামলা, বর্বরতা, হত্যাযজ্ঞ এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতের হিন্দুত্ববাদীদের কর্তৃক অত্যাচার নির্যাতন এবং মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।