৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল

সোমবার উল্লাপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিহ হয়েছে। উপজেলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে মাসুম আনামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ শামীম রেজা, হাফেজ আবু বকর সিদ্দিক, রেজাউল করিম, মামুন হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। শিশু, নারী ও নিরহ মানুষের উপর ইসরাইলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ পুরো বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল মানবতা, কোথায় গেলো নৈতিকতা ? বিক্ষোভকারীরা এসময় বিভিন্ন স্লোগান দেন।

বক্তাগণ আরো বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানকার হাজার হাজার  নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা সংহতি জানাতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। একই সঙ্গে মসজিদুল আকসা পুণরুদ্ধাবের দাবি জানান।