৭ এপ্রিল, ২০২৫

ভুল নম্বরে প্রবাসীর টাকা, ফিরিয়ে দিল পুলিশ

ভুল নম্বরে প্রবাসীর টাকা, ফিরিয়ে দিল পুলিশ

প্রবাস থেকে স্বামীর পাঠানো টাকায় ঈদ করার কথা ছিল রেশমা বেগমের। স্বামী টাকাও পাঠিয়েছিলেন। কিন্তু ভুলবসত অপরিচিত একটি নম্বরে টাকা চলে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে ঈদের আগে ঘোরতর বিপদে পড়েছিলেন এই গৃহবধূ। বাধ্য হয়ে থানায় জিডিও করেছিলেন।

পুলিশের তৎপরতায় সেই টাকা ফিরে পেয়েছেন রেশমা বেগম। রোববার সন্ধ্যায় গুরুদাসপুর থানায় ডেকে রেশমা বেগমের হাতে ওই টাকা তুলে দেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার। রেশমা বেগম গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী। 

রেশমা বেগমকে জানান, ঈদের সপ্তাহখানেক আগে পরিবারের জন্য মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ৩৬ হাজার ৯৮০ টাকা পান তার স্বামী। কিন্তু ভুলবসত অপরিচিত অন্য একটি নম্বরে টাকাগুলো চলে যায়। টাকা ফেরতের জন্য যোগাযোগ করা হলে ওই নম্বরটি বন্ধ পান তিনি। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

রেশমা বেগমের সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, অন্য নম্বরে টাকা চলে যাওয়ায় ঈদের আগে ভেঙে পড়েছিলেন ওই নারী। জিডিটি আমলে নিয়ে তিনি প্রায় ১৫ দিন নিরলস পরিশ্রম করেন অর্থগুলো উদ্ধারের জন্য।

তিনি বলেন, যার মোবাইল অ্যাকাউন্টে টাকা গিয়েছিল-ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের সাথে প্রকৃত নাম ঠিকানার মিল নেই। ওই ব্যক্তির বাড়ি জামালপুরের শেরপুর উপজেলায়। বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে প্রবাসীর ৩৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করেন তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, দরিদ্র রেশমা বেগমের হাতে অর্থগুলো ফিরিয়ে দিতে পেরেছেন তারা। টাকা পেয়ে রেশমা বেগমও বেশ উচ্ছ্বসিত।

রেশমা বেগম বলেন, প্রবাস থেকে স্বামীর পাঠানো টাকায় তাদের ঈদ করার কথা থাকলেও তা হয়। ঈদের পর হলেও টাকাগুলো ফেরত পেয়ে তিনি আনন্দিত। টাকাগুলো উদ্ধার করে দেওয়ায় তিনি পুলিশের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।