৭ এপ্রিল, ২০২৫

দুর্নীতির মামলায় আসামি হতে পারেন ক্রিকেটার সাকিব আল হাসান

দুর্নীতির মামলায় আসামি হতে পারেন ক্রিকেটার সাকিব আল হাসান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুন্ধান চলছে। দুদকের মামলায় তিনি আসামিও হতে পারেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন।

আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন এসব কথা বলেন।

সাকিব আল হাসান একসময় দুদুকের ব্র্যান্ড আ্যাম্বাসেডর ছিলেন। এখনো তিনি আপনাদের আইকন কি না, এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাকিব আল হাসান দুদুকের মামলায় আসামিও হতে পারেন। এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষে বলা যাবে।

দুদক সূত্র জানায় ২০২৮ সালে দুদকের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব আল হাসান। পরে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তাকে শুভেচ্ছাদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।