৬ এপ্রিল, ২০২৫

কিছু হলেই খইয়ের মতো ককটেল ফোটে; কারা বানান এসব

কিছু হলেই খইয়ের মতো ককটেল ফোটে; কারা বানান এসব

কিছু হলেই ককটেল ফোটে। বালতিতে করে ককটেল নিয়ে ‘খইয়ের মতো’ ফুটিয়ে এখন আলোচনায় শরীয়তপুরের জাজিরার বিলাশপুর। এখানে কিছু হলেই হাতবোমা আর ককটেলের ব্যবহার ঘটে।

গত ২৫ বছরে ককটেল বিস্ফোরণে এখানে প্রাণ হারিয়েছেন সাতজন। আহত হয়েছেন কয়েক শ বাসিন্দা।

মৃত্যু আর হতাহত হওয়ার গল্পের চেয়ে বিরোধটা আরও পুরনো। আধিপত্য বিস্তার নিয়ে অন্তত ৪০ বছর ধরে এখানকার দুই পক্ষের মধ্যে সহিংসতা চলছে। বিলাশপুর ইউনিয়নের ২১ গ্রামেই এখন ছড়িয়ে পড়েছে এই বিরোধ।

বর্তমানে এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী। অন্য পক্ষের নেতৃত্বে আছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলির মাদবর।

তাদের বাহিনীর সদস্যরা এলাকায় ককটেল বোমা তৈরি করেন। এমন অভিযোগ আছে।

বিস্তারিত আছে....