২ এপ্রিল, ২০২৫

লোহাগাড়ার সেই জাঙ্গালিয়ায় আবার দুর্ঘটনা, নারী শিশুসহ নিহত ৮

লোহাগাড়ার সেই জাঙ্গালিয়ায় আবার দুর্ঘটনা, নারী শিশুসহ নিহত ৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। এত নারী-শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মতিন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও ৭ বছরের একটি কন্যাশিশু রয়েছে। এই দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাত ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহরেন দ্রুতগতির যাত্রীবাহি একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে আসে। তখন  চালক হার্ড ব্রেক করতে গেলে বাসটি সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহুর্তেই কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এর আগে সোমবার সকাল সোয়া ৭টার দিকে যাত্রীবাহিী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন। আহত হন ৯ জন।