লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপা জয়ের পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা চৌধুরী। দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এবারের পবিত্র ঈদুল ফিতরেও যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে স্মরণ করেছেন বাংলাদেশের এই ফুটবলার।
সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এ দিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তাায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান হামজা।
সেখানে এই তারকা বলেন, তিনি এবং তার পরিববারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।