২ এপ্রিল, ২০২৫

২০২৭ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন কোহলি

বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর ওয়ানডে ক্রিকেট থেকে এই ক্রিকেটারের অবসরের গুঞ্জন চলছিল।

যদিও তারকা ক্রিকেটার এখনো অবসরের ঘোষণা দেয়নি। অবসর প্রসঙ্গে এবার ইঙ্গত দিলেন কোহলি। জানিয়ে দিয়েছেন সাদা বলের ক্রিকেটে ভারতীয় জার্সিতে তার পরবর্তী লক্ষ্য।

আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সেটাই তার পরবর্তী পদক্ষেপ হবে।

সবশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাজ জিতেছিল ভারত। মাঝখানে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয় ভারতকে। ২০২৩ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার বড় ‍সুযোগ ছিল ভারতের।

টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের।