দুবাই থেকে বাংলাদেশ ক্রিকেট দল হারের লজ্জা নিয়ে ঢাকায় ফিরেছিল। আর শিলং থেকে ফুটবল দলটা কিন্তু ফিরলো মাথা উঁচু করে। সৌজন্যে বাংলাদেশি বংশোদূত প্রবাসী এক ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
একেক জনের উপস্থিতি একটা পুরো দলকে কতটা বদলে দিতে পারে। সেটা বাংলাদেশ করলো শিলংয়ে।
সুযোগের সদ্ব্যবহার করতে পারলে, বাংলাদেশের এই দলটা ভারতের মাটিতে প্রথম ভারতকে হারানোর রেকর্ডটাও করে ফেলতে পারত। যা তারা পারেনি গত পঞ্চাশ বছরেও।
বেঙ্গল টাইগার্স বনাম ব্রু টাইগার্স... লাড়াইয়ের ফয়সালা আপাতত হলো না। আমাদের চোখ কিন্তু খোালা থাকবে নভেম্বর মাসে ফিরতি ম্যাচ পর্যন্ত।
মনে রাখতে হবে, চোট সমস্যায় শিলংয়ে খেলেতে পারেননি ভারতের পাঁচ নিয়মিত প্লেয়ার। ড্র খেলে বাংলাদেশ দল যদি আত্মপ্রসাদ অনুভব করে, তাহলে ভুল করবে।