ঢাকা ছাড়ে হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগ মাতাচ্ছেন। নিজের স্কীলে মুগ্ধ করছেন দর্শকদের।
তার ফুটবল টিমের সাথে যোগ দিবেন তিনি। গেল ১৭ মার্চ দেশে পা রাখার পর থেকে যে উৎসবমুখর আমেজ নেমেছিল দেশের ক্রীড়াঙ্গনে। আজ ২৭ মার্চ তারই ইতি টানতে যাচ্ছে ।
ভারত-বাংলাদেশের ম্যাচ ড্র হওয়ায় সেখান থেকে ফিরে তার ক্লাবের উদ্দেশ্যে রওনা দিবেন। হামজা ফিরবেন চিরচেনা তার ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। বাকিরা ফিরবেন দেশের যে যার ক্লাবে। তবে ঈদের ছুটি কাটাতে সবাই নিজ এলাকা ফিরবেন বলে জানা গেছে।
ইংলিশ প্রীমিয়ার লীগের শীর্ষ দল লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২ টায় কভেন্ট্রির বিপক্ষে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড। সেই ম্যাচ মিস করবেনা বলে তড়িঘড়ি করে দেশ ত্যাগ করছেন হামজা।
পরবর্তী ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার। তবে তার ১০ দিনের সংক্ষিপ্ত সফর দারুণ কেটেছে বলে মনে করেন হামজা দেওয়ান চৌধুরী।