টকটকে লাল রসকো ফল। অনেকে আবার এই ফলটিকে রক্তফল নামেও ডেকে থাকেন। প্রতি কেজি রসকো ফল ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে রাঙামাটেতে।
বিক্রির জন্য পসরা সাজানো এই রসকো ফলের ছবি রাঙামাটির বনরূপা থেকে তোলা।-ছবি সংগৃহিত।