২৮ মার্চ, ২০২৫

রোনালদোর ছেলেকে নিয়ে কাড়াকাড়ি

রোনালদোর ছেলেকে নিয়ে কাড়াকাড়ি

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের বিশ্বের অন্যতম তারকা ফুটবলার। এই বাক্য কেউ অস্বীকার করবে না ক্রিস্টিয়ানো বড় মাপের ফুটবলার। তার ছেলে জুনিয়র রোনালদোকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করেছে অনেক গুলো দেশ। 

পারদের ছেলে পারদ হবে এটাই তো হবার কথা। সেটাই হয়েছে। আজ বলছি ক্রিস্টিয়নো রোনালদোর ছেলে কথা। ১৪ বছর বয়সী ছেলের খেলার ধারও বেড়েছে বাবার মতো। এজন্য তো ৫ দেশ তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করেছে। 

রোনালদো হয় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মাঠের খেলায় থাকবেন তারপর হয়তো পর্তুগালের হয়ে ইতি টানবেন। তিনি ইতি টানলেও দেশের হয়ে খেলবেন তার উত্তরসুরি। এজন্য ছেলেকে তৈরি করছে নিজের মতো করে। 

জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে রোনালদো জুনিয়র খেলেছেন। বেশকিছু দেশ তাকে পাওযার আশা করলেও শেষ পর্যন্ত হয়তো পতুগিজের জার্সিতে নিজেকে মেলে ধরতে চাইবে ক্রিষ্টিয়ানো। তার ছেলে তার দেশের হয়েই খেলুক।