২৭ মার্চ, ২০২৫

ঢাকা থেকে হামজা যাবেন ইংল্যান্ডে, বাকিরা যাবেন ঈদের ছুটিতে

ঢাকা থেকে হামজা যাবেন ইংল্যান্ডে, বাকিরা যাবেন ঈদের ছুটিতে

ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূণ্য ড্র করায় এক পয়েন্ট পেয়েছে হামজারা।

শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জামাল হামজারা।

বাফুফের খবর অনুযায়ি হামজা আজ রাতটা ঢাকাতেই থাকবেন। সবকিছু ঠিকাক থাকলে আগামীকাল সকালেই তার ইংল্যন্ডের বিমান ধরার কথা রয়েছে।

দলের বাকি খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ আপাতত নিজের ক্লাবে যাবেন। কেউ সরাসরি ঈদের ছুটিতে যাবেন। অন্যরাও ক্লাব থকে পরে ঈদের ছুটিতে যাবেন।

ঈদের পরে আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল। এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে।