২৬ মার্চ, ২০২৫

ড্রয়ের আক্ষেপ নিয়ে হামজার অভিষেক

ড্রয়ের আক্ষেপ নিয়ে হামজার অভিষেক

• বাংলাদেশ ০-০ ভারত •

ম্যাচের বিরতির সময় এক সঙ্গে দেখা গেল হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীকে। ছেত্রীর ঠিক পেছনেই ছিলেন হামজা।

এক সঙ্গে দুজনকে দেখে অভিন্দন জানালেন দর্শকেরা। মাঠে দুজনই চেষ্টা করেছেন। রেখেছেন নিজ নিজ দলকে উজ্জীবিত রাখতে। কিন্তু গোল পায়নি কোনো দলই।

বাংলাদেশ-ভারত ম্যাচটা যেমন শেষ হলো গোলশূণ্য, হামজা আর ছেত্রী দ্বৈরথও থেকে গেল অমীমাংসিত। গোল পাননি দুজনের কেউই।

আট মাস পর অবসর ভেঙ্গে ফেরা ভারতের ছেত্রী আজ আর বাংলাদেশের জালে গোল জড়াতে পারেননি।  ৮৫ মিনিটে ছেত্রীকে তুলেই নেন ভারত কোচ।