২৪ মার্চ, ২০২৫

‘ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি

‘ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি

‘ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি ২০২৫’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। 

২২ মার্চ ২০২৫মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি দল কিশোরগঞ্জের বিপক্ষে ৮-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেয়।

ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) দেশে নারী হকির প্রসারের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করে।

কিশোরগঞ্জের ফরোয়ার্ড ফারদিয়া আক্তার রাত্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বিকেএসপির অর্পিতা ৩০টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিএইচএফের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন,“আমরা এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত।খেলাধুলার মাধ্যমে দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের ব্যাপারে ব্র্যাক ব্যাংকেরপ্রতিশ্রুতির প্রতিফলন এটি। আমারা বিশ্বাস করি, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ওসহায়তা পেলে আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে আমাদের দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারবেন।ক্রীড়া ক্ষেত্রে গৌরব অর্জনের যাত্রায় তাদের পাশে থাকবেব্র্যাক ব্যাংক, যা ভবিষ্যত প্রজন্মের নারী ক্রীড়াবিদদের উন্নতিতে উৎসাহিত করবে।”

টুর্নামেন্টটি চলে ১১ মার্চ থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নেয় বিকেএসপি ও দেশের১০টি জেলা পর্যায়ের দলসহ মোট ১১টি দল।মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিকেএসপির পাশাপাশি রয়েছে দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, পটুয়াখালী, রাজশাহী, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, রংপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জ। এই দলগুলো দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশ নেয়।প্রতিযোগিতারসবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম ও কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী মাঠে।

এই উদ্যোগটি দেশে খেলাধুলার প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশে ক্রীড়া ক্ষেত্রে সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমেব্যাংকটি নারীদের খেলাধুলার বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতায়নেরব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।