গ্রামের উঁচু উঁচু বিশাল আম, জাম, কাঁঠাল ও ইউক্যালিপটাস গাছ গুলো পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে। এই গ্রামে রয়েছে ছোট বড় পুকুরও। পুকুর পাড়েও বিভিন্ন প্রজাতির গাছ।
প্রায় এক সপ্তাহজুড়ে একঝাঁক পাখি বিভিন্ন গাছে ঠাঁই নিয়েছে। কখনো উড়ে গিয়ে ফসলি জমিতে পড়ছে, আবার কখনো ডানা মেলে মুক্ত আকাশে উড়ছে।
পাখির কোলাহলে সময় কাটছে আড়োলা গ্রামবাসীর। পাখিদের এমন অবাদ বিচরণ বগুড়ার কাহালু উপজেলা আড়োলা গ্রামে।