২০ মার্চ, ২০২৫

সাঘাটায় ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঘাটায় ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ক্লাবের সভাপতি সাজেদুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করা হয়। ক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ক্লাব সবসময় সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে চাই।”

অনুষ্ঠানের শেষে অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন এবং আগামী দিনগুলোতে আরও সামাজিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।