উল্লাপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উল্লাপাড়া পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শামীম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ, সাধারন সস্পাদক মাওলানা আহম্মাদ উল্লা সিরাজী, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুন নুর, উল্লাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মুফতি মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট জাহিদ হোসাইন মিন্টু, ইসলামী আন্দোলন উল্লাপাড়া থানা শাখার সাধারন সম্পাদক মানছুরুল হক, উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম।