ইংলিশ প্রীমিয়ার লীগে খেলা হামজা চৌধুরী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশে তার অভিষেক হবে। এরমধ্যেই হামজাকে রুখতে আটমাস আগে অবসরে যাওয়ার সুনিল ছেত্রিকে ফেরাচ্ছে ভারত।
হামজা দেওয়ান চৌধুরী। সেখানে বাংলাদেশ ফুটবল টিমের সাথে যোগ দিবেন তিনি। ভারত-বাংলাদেশের ফুটবল ম্যাচকে ঘিরে নানা আনুসাঙ্গিকতা সারবেন আজ।
এর পূর্বে বিকেল তিনটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জে বাহুবল উপজেলার স্নানঘাটে নিজ বাড়িতে আসেন হামজা। তার এই বাড়ি ফেরাকে কেন্দ্র করে রীতিমতো সাজানো হয়েছে নানা আয়োজন।
পুরো পুটিজুরি বাজার সেজেছে উৎসবের সাজে। হাজার হাজার মানুষ এসেছে এক নজর দেখতে।
মূলত ভারত যেকোন মূল্যে বাংলাদেশকে পরাজিত করতে নানা পরিকল্পনা কষছেন। এর মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়ারকে দলে ভেড়াতে মরিয়া তারা। ভারত হামজা চৌধুরীর জন্য সুনিল ছেত্রিকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম গুলো। বর্তমানে ভারতের সময় বেশ ব্যাকওয়ার্ডে চলে গেছে। টিমের খেলোয়াররা রয়েছে ছন্দহীন। এ কারনে চিন্তায় পড়ে গেছে দলটির কোচও। তাই বাধ্য হয়েই পুরাতন প্লেয়ারদের ওপর ভরসা রাখছেন টিম ম্যানেজমেন্ট।
এদিকে আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিবেন ইংলিশ প্রিমিয়ার লীগ রাঙানো হামজা। শুধু বাংলাদেশের কোচ ও জামাল ভূইয়ার সাথে দুই একটি কথা হয়েছে বলেন জানান তিনি। তার নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন, ‘খেলা হবে মাঠে, আমি সুনিল ছেত্রিকে এই মুহুর্তে অতোটা গুরুত্ব দিব না। কেননা আমি আমার সামর্থ্য দিয়ে খেলি। আমার শক্তি নিয়ে মাঠে থাকি। মাঠের খেলা মাঠেই থাকুক। আশা করি নিজ দেশ বাংলাদেশকে রোমাঞ্চিত করার সব ধরনের চেষ্টা চালাতে কঠিন পরিশ্রম করতে আমি প্রস্তুত। হামজা ইংলিশ প্রিমিয়া লিগ লেস্টার সিটির হয়ে খেলেছেন। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন।’
হামজা চৌধুরী বাবা গোলাম মুর্শেদ মুক্তপ্রভাতকে জানান, তার ছেলে বাংলাদেশ জাতীয় দলে খেলবে। এই স্বপ্ন বুকে ধারণ করে সে নিয়মিত ছেলের ফোনে ভিডিও পাঠাতো। তার ইংলিশ ক্লাবের হয়ে সাফল্যের সংবাদ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এককভাবে প্রচার করত। ঘরের ছেলের এমন পারফরম্যান্স ও বাংলাদেশ দলে তার প্রয়োজনীয়তা তুলে ধরতেন তার বাবা।
বাবার এমন আক্ষেপ মেটাতে নানা ঝামেলা মিটিয়ে অবশেষে দেশের হয়ে খেলার একমত পোষণ করেন ছেলে হামজা। বাংলাদেশের হয়ে ছেলে অভিষেক ম্যাচের এখন শুধু অপেক্ষ করছি।