বুকের পাজর যেমন করে
নরম হৃদয়কে আগলে রাখে—
ঠিক সেভাবেই থেকে যেও
হৃদয়ের উষ্ণ আবরণে।
খুব করে কথা বলতে ইচ্ছে হলে
আলাদিনের ছিপি আটকানো বোতলটার মত
আমার হাতের ছোয়া পেয়ে
বের হয়ে এসো...
পাশে বসে বলে যেও অজস্র ভালো লাগা কথা
ঠিক যেভাবে বলে বলে বুকের ভেতর
ভালবাসার শীতল সুনামি ছড়িয়েছো।
তারপর আবার বোতলে লুকিয়ে
থেকে যেও আমার ঘরের গোপন কোণে
আমার অদৃশ্যের দৃশ্য হয়ে—
কল্পনার বাস্তব হয়ে
আমার সুখের অসুখ হয়ে
এভাবেই, ঠিক এভাবেই।
১৫.৩.২২
রাজশাহী