বগুড়ার ধুনটে ওয়ালটন প্লাজা থেকে বেলাল হোসেন মন্ডল নামে এক ব্যক্তি ৯হাজার ১৪টাকায় কিস্তিতে একটি ব্যালেন্ডার ও একটি পেসার কুকার ক্রয় করে।
ক্রয়ের এ সপ্তাহ পরে বেলাল হোসেন মৃত্যুবরণ করে। মৃত্যুর কারণে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে কিস্তি সুরক্ষা সহায়তার ৫০হাজার টাকা বেলাল হোসেনের সহায়তা গ্রহনকারী নমিনি তার স্ত্রী ফুলেরা খাতুনেকে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুর ২টায় ধুনট ফায়ার সার্ভিস এলাকায় সুরক্ষা সহায়তা হস্তাস্তর উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজা ধুনট শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম তালুকদার, ডেপুুটি ব্যবস্থাপক নাজমুল হোসাইন, ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামিদুল ইসলাম, ধুনট থানার এসআই হারুনর রশিদ হারুন, মাওলানা মেসবাহ উদ্দিন ও হাফেজ বদিউজ্জামান।