অবৈধভাবে পুকুর খননের সময় একটি খনন যন্ত্র ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
মিডিয়া সেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্যে জানা গেছে, সোমবার দিবাগত রাত বারোটা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি খনন যন্ত্র ও মাটি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোওয়ার।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। খনন যন্ত্র, ব্যাটারি এবং ট্রাক্টর জব্দের পাশাপাশি এর সঙ্গে যুক্তদের জেল জরিমানা করা হচ্ছে। কোন অবস্থাতেই ফসলী জমি বিনষ্ট করে পুকুর খনন করতে দেওয়া হবে না।