১৮ মার্চ, ২০২৫

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ আল বিন নুর আলিফ পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী সম্পাদক মহসিন আলী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান,সেক্রেটারী রজব আলী,ওসি আরশেদুল হক,প্রেস ক্লাব সভাপতি আশরাফুল আলম,সম্পাদক খুরশিদ আলম শাওন,ইউনিয়ন চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্নস্তরের সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

সভায় উপজেলায় চুরি ছিনতাই জমি দখলের মাত্রা বিষয়ে আলোচনা হয়। এতে জমি দখলের ক্ষেত্রে রাজনৈতিক দলের পরিচয় বিষয়ে অভিযোগ তুলা হয়। এ সময় উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী বলেন, বিএনপির যে কোন স্তরের কোন নেতাকর্মি যদি মানুষের জমি দখলে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। এতে বিএনপির কোন বাধা থাকবে না।

এছাড়াও বিএনপির যে কেউ যদি ভুমি দখলের জড়িত থাকে তার ‍বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে তদন্ত সাপেক্ষে সেসব নেতাকর্মিদের বহিস্কার করা হবে বলে সভায় ঘোষনা দেন বিএনপির এ দুই নেতা।