১৭ মার্চ, ২০২৫

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ^রদী-ঢাকা রেল পথে উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের পাশে রিতু খাতুন (১৮) নামের এক কিশোরী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

তিনি উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। মেয়েটির বাবা-মা নেই। ভাইয়ের সংসারে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শী রেল মেরামত দলের প্রধান আব্দুস সামাদ জানান, ঘটনার সময় ঢাকা থেকে ঈশ^রদী অভিমুখে একটি মাল ট্রেন যাচ্ছিল। চর ঘাটিনা রেল গেটের পাশের সড়ক পার হওয়ার সময় রিতু ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে তার বাড়ির লোকজন রেল পথ থেকে মরদেহ নিয়ে যায়। পরে রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিরাজগঞ্জ রেল পুলিশের পরিদর্শক মোঃ দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে রিতু খাতুনের মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।