বিপ্লব শিকদার এখন এলাকায় ‘বেগুন বিল্পব’ নামেই অধিক পরিচিত। পঞ্চাশশোর্ধ্ব বিপ্লবের নামের সঙ্গে ‘বেগুন’ যুক্ত হলো কেন? পাশে তার স্ত্রী সংগীতা রানী এই প্রশ্ন শুনে হাসরেন। বিপ্লব বিব্রত না হয়ে বরং চওড়া হাসি দিযে গর্বের সঙ্গেই বললেন, ‘বেগুনা চাষ করে আমার সমৃদ্ধি এসেছে বলেই লোকজন আমাকে এই নামে ডাকেন।’
বঙ্গোপসাগর-তীর বরগুনার তালতলী উপজেলার পাজরাভাঙ্গা জনপদে বিপ্লবের এই সুখ্যাতির গল্প ছড়িয়ে পড়েছে। গ্রামে ঢুকতেই তা টের পাওয়া গেল। শহিদুল ইসলাম নামের এক যুবেকের জাছে বিপ্লবের বাড়ি কোনটা জানতে চাইলে তিনি বললেন, ‘বেগুন বিপ্লব’।