১৬ মার্চ, ২০২৫

নেশা...!

নেশা...!

যে সুখ নেশা হয়ে
আঠার মতো লেগে থাকে বুকে

যে দীর্ঘশ্বাস অক্সিজেন শুণ্যতার মতো 
চেপে ধরে থাকে দুই  ফুসফুস 

যে অভিমান প্রতিদিন একটু একটু করে 
জমা হয়ে পরে থাকে বিস্তৃতির ডাস্টবিনে

যে দূরত্ব কাছে আসার যন্ত্রণায় ছটফট করে
যত্ন করে তোলা ফটোগ্রাফিতে
দু জনেই দেখি

শুধু দুজন দুজনকে দেখিনা। 

আমাকে দেখার জন্য নিজেকে দেখিও না তুমি 
আমার কোথাও তোমাকে রাখিনা আর।