১৬ মার্চ, ২০২৫

নাসিরনগরে ডাকাত সরদার গ্রেপ্তার

নাসিরনগরে ডাকাত সরদার গ্রেপ্তার

থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুুতি কালে ডাকাত সরদার ছেলু মিয়া(৪৫)  গ্রেফতার করেছে। ছেলু মিয়া দাঁতমন্ডল গ্রামের ছিফত আলীর ছেলে। 

১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  রাত ১১ টার দিকে  দাঁতমন্ডল ও তুল্লাপাড়ার ৩ নং ব্রিজ  থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল ও তুল্লাপাড়ার ৩ নং ব্রিজ  ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সুত্রে খবর পেয়ে নাসিরনগর  থানার অফিসার খাইরুল আলমের এর  নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাবার সময় ডাকাত সরদার ছেলু মিয়া কে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির অসংখ্য অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোঃখায়রুল আলম বলেন, উপজেলায় আইন শৃংখলা অবনতির কারণে চুরি-ডাকাতি দমনে পুলিশের বিশেষ  অভিযান অব্যাহত থাকবে।