১৫ মার্চ, ২০২৫

ড্রেন নির্মাণ করতে গিয়ে দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

ড্রেন নির্মাণ করতে গিয়ে দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

রাস্তার ড্রেনের কা‌জের সময় বাড়ির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়। সিরাজগ‌ঞ্জে রাস্তার ড্রেনের কা‌জের সময় বাড়ির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই জন।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার শাহজাহান আলীর বাসার দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।