আগামী ২২মার্চ বগুড়ার ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ধুনট পৌর এলাকায় পশ্চিম ভরনশাহী বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধুনট পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রনজু ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, মাহমুদুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক আহম্মেদ, সম্রাট, মিহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, রাসেল মাহমুদ, হাবিল উদ্দিন, রবিউল ইসলাম রতন, মুনজুরুল ইসলাম, জাকির হোসেন শ্যামল, মাহমুদুল হাসান, চয়ন, আব্দুল আউয়াল, মোন্নাফ, মুকুল হোসেন ও শিপন মাহমুদ।