১৪ মার্চ, ২০২৫

রাজশাহীতে ছাত্রী ধর্ষণে সহায়তাকারী গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রী ধর্ষণে সহায়তাকারী গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (১২ মার্চ) রাত আড়াইটার দিকে নগরীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুমদী এলাকায় অভিযান জামাদুর ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সাদীপুর গ্রামে।

র‌্যাব জানায়, চারঘাট উপজেলার তোজাম্মেল হোসেন উজ্জল (২৭) ভিকটিমকে উত্যক্ত করতো।

এ বছরের ২২ জানুয়ারি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জামাদুর ইসলামের সহযোগিতায় ভিকটিমকে বিয়ের প্রলোভনে উজ্জলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর উজ্জল ধর্ষণ করে।

এ ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে চারঘাট থানায় ধর্ষক তোজাম্মেল হোসেন উজ্জল (২৭) ও জামাদুর ইসলামের নামে মামলা করেন।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। বুধবার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে জামাদুর ইসলামকে গ্রেফতার করা হয়।