১৩ মার্চ, ২০২৫

'খুন হবো...'

'খুন হবো...'

খুন হবো...
যদি তোর ওই চোখজোড়া আমাকে খুন করে, আমি খুন হবো

তোর চোখের মায়াবিনী রশ্মিতে যদি আমার জগৎটা অন্ধকার হয়, হোক..

মনের রঙটা ধূসর সাদায় বিবর্ণ করে তোলে, তুলুক

তবুও আমি তোর ওই সরল চোখের পানে অপলক দৃষ্টিতে চেয়ে রবো।

যদি খুন ইহ, হবো