১২ মার্চ, ২০২৫

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

আট বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় চৌতালি হাট মোড়ে গুরুদাসপুর যুব ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্যে শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ধর্ষকদের ৩০ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায়, ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের প্রকাশ্যে বিচার করা হোক।


বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন গুরুদাসপুর যুব ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক আখলাকুল আওয়াল জীম, সংগঠনের সদস্য সামিউল আহমেদ স্মরণ ও আলহাজ্ব ইসলামসহ প্রমুখ।


সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রাফিউল আলম বলেন, “যদি দ্রুত ধর্ষকদের বিচার না করা হয়, তবে প্রয়োজনে আমরা মাগুরায় গিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।


মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, যুবক ও সাধারণ জনগণ উপস্থিত থেকে দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন।

মুক্ত / আরেফিন