রাঙামাটির বাঘাইছগি উপজেলার রুইলুইপাড়ার উঁচু পাহাড়ে অর্ধশত পরিবারের বসবাস। উপজেলার সাজেক ইউনিয়নের মধ্যে পড়েছে এলাকটি। এই গ্রামের অধিবাসীদের পানির প্রধান উৎস ছড়া। প্রায় এক কিরোমিটার পথ পেরিয়ে সারা বছর পাহাড়ের পাদদেশের লুসাই ছড়া থেকে পানি সংগ্রহ করেন স্থানীয় লোকজন। প্রতিটি পরিবার দিনে তিন থেকে চারবার পানি সংগ্রহ করে। এতে নারীদের সারা দিনের বেশিরভাগ সময়ই কেটে যায়।