তোমার ওই রঙ মাখানো আঙ্গুল খানা বড্ড বেয়াড়া হয়েছে।
কথায় কথায় লিখে..
যেন থামতেই চায়না।
হৃদয় ফুঁড়ে...
গহিনের সেই অব্যক্ত বিষাদগুলোও সামনে আনে অবলীলায়।
তোমার আঙ্গুলের লেখা কেবল দহনে পারদ ঢেলে উৎতপ্ত করে তোলে সীমাহীন কল্পনাকে।
... আর আমি হৃদয় পোড়াই সেই দহনে।