১২ মার্চ, ২০২৫

গুরুদাসপুরে ইউএনও’র বাজার মনিটরিং

গুরুদাসপুরে ইউএনও’র বাজার মনিটরিং

পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার দর ঠিক রাখতে বাজার মনিটরিং করছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। আজ মঙ্গলবার বিকেলে পৌর সদরের চাঁচকৈড় বাজারের নিত্যপণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

এসময় নিত্যপেণ্যের দাম সঠিক আছে কি না— তা যাচাই করা হয়। বিভিন্ন পণ্যে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য সামঞ্জস্যপূর্ণ আছে কি না, তা মিলিয়ে দেখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, পবিত্র রমজানকে উপলক্ষ্য করে কোনো অসাদু ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে জন্য তিনি নিয়মিত বাজার মনিটরিং করছেন। বর্তমানে গুরুদাসপুরের বাজারগুলোতে নিত্যপণ্যের বাজার দর ভালো আছে।