জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১১ মার্চ) বোনারপাড়ার সরাইখানা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আবুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাজেদ মাজু, বাংলা টিভি'র গাইবান্ধা জেলা প্রতিনিধি জাহিদ খন্দকার, এনটিভি অনলাইন এর সাঘাটা-ফুলছড়ি সংবাদদাতা মোস্তাফিজুর রহমান ফিলিপস্। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আনিসুর রহমান, আসাদ খন্দকার, নূর হোসেন রেইন, আবু সাইদ, সোহাগ খন্দকার, সোলাইমান আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সমাজের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।