চাষের জমিতে প্রতিদিন সকালে শত শত বক আসে। ফসলের মাঠে এসব সাদা বকের ওড়াউড়ি দেখতেও যেমন ভালো লাগে, তেমনি কাজেও লাগছে এরা। কী কাজে আসছে এই বকগুলো কীভাবে এরা হয়ে উঠছে কৃষকের বন্ধু।