১১ মার্চ, ২০২৫

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ এখনো নিজের ব্যপারে কোনো কিছু স্পষ্ট করেননি। তার ক্যারিয়ার কোথায় গিয়ে থামবে—এই ধোঁয়াশা তিনি এখনো কাটাননি। বিসিবিও মাহমুদউল্লাহকে রেখেই ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি করেছিল।

কিন্তু তার অনুরোধের পর এ মাস থেকে আর চুক্তিতে রাখা হচ্ছে না এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহকে। আজ ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদউল্লাহর মতোই ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মুশফিকুর রহিমও। এরপর থেকে তাদের নিয়ে সমালোচনা শুরু হয়।

এর মথ্যেই ৫ মার্চ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা মুশফিক এখন থেকে দেশের হয়ে খেলবেন শুধু টেস্ট।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আছেন মুশফিক। তবে সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেওয়ার শুরুতে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও মার্চ মাস থেকে তিনি চলে যাবেন ‘বি’ ক্যাটাগরিতে।

চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।