২৮ মে, ২০২৩

আম পাড়তে ছাদে উঠে বিদুতের আটকে শিক্ষার্থীর মৃত্যু

আম পাড়তে ছাদে উঠে বিদুতের আটকে শিক্ষার্থীর মৃত্যু

পাবনার সাঁথিয়ায় আম পাড়তে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাড়িয়াকাহন-শিবরামপুর বায়তুল উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ জিলহকের (১৪)  মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) বেলা ১১ টার দিকে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিলহক   হাড়িয়াকাহন গ্রামের লোকমান মন্ডলের  ছেলে।

হাফেজ জিলহকের চাচা আলহাজ্ব আবু হানিফ মন্ডল জানান, রোববার বেলা ১১টার দিকে হাড়িয়াকাহন-শিবরামপুর উলুম হাফিজিয়া মাদরাসা মসজিদের ছাদে উঠে হাফেজ জিলহক আম পাড়ার সময়  বিদ্যুৎ লাইনের তার বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, আগামী ১১জুন  তাকে পাগড়ি পড়ানোর কথা ছিল।স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাঁথিয়া  উপজলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও) ডা: আব্দুল্লাহ আল মামুন জানান, ১১ টায় শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।